চাঁদপুরের হাজীগঞ্জে ৩ সন্তানের জনক মো: ছালাহ উদ্দিন হোসেন গত এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা আব্দুল হাই চেয়ারম্যান বাড়ির মৃত মো: শহীদুল্লাহর ছেলে মো: ছালাহ উদ্দিন হোসেন এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে।
মো: ছালাহ উদ্দিন হোসেন গত রবিবার সকাল ৮ টায় মেয়ে শাহিনুর আক্তার মিমকে নিয়ে হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক স্থানে একটি মাদ্রাসায় দিয়ে আসার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরই মাঝে তার সন্ধান চেয়ে আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী গ্রাম ও উপজেলা সহ বহু জায়গায় তার পরিবার খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পায়নি।
এ ব্যাপারে নিখোঁজ মো: ছালাহ উদ্দিন হোসেন এর স্ত্রী হালিমা বেগম বলেন, আমার নিখোঁক স্বামীর কথা আমি হাজীগঞ্জ থানায় গিয়ে মৌখিকভাবে জানিয়ে এসেছি। এছাড়াও সকল জায়গায় খোঁজখবর নিয়েছি কোথাও উনার কোন সন্ধান পাওয়া যায়নি। এর পূর্বে কখনো তিনি এভাবে বাড়ি থেকে কোথায় গিয়ে থাকেন নি। আমার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমি স্বামীকে দিশেহারা হয়ে খুঁজছি।
তিনি আরও বলেন, আমার ছোট ছেলে মো: সাইফুল ইসলাম কিডনি রোগে আক্রান্ত তার পিছনে অনেক টাকা খরচ লাগে। আমরা গরীব অসহায় মানুষ দিন এনে দিন খাই। ঔষধের অর্থ যোগান দেওয়ার ক্ষমতা নেই। তাই বাধ্য হয়ে কিডনি রোগে আক্রান্ত ছেলেকে কাজে পাঠাই। বর্তমানের শ্বশুরবাড়ি না থেকে ৫ নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামে একটি জুবড়ি ঘরে অল্প টাকায় ভাড়া থাকি। নিখোঁক স্বামীর স্বল্প আয়ের টাকা দিয়েই দিন কাটতো আমাদের।
নিখোঁজ মো: ছালাহ উদ্দিন হোসেন এর দুই ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে মো: সাইফুল ইসলাম কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ। তার চিকিৎসার জন্য প্রতিমাসে ব্যয়বহুল খরচ হয়ে আসছে। কিছুতেই তার খরচের টাকা যোগান দিতে দৈনন্দিন হিমশিম খেত এই অসহায় নিখোঁজ বাবা মো: ছালাহ উদ্দিন হোসেন।
এলাকাবাসী বলেন, আমরা সবাই দীর্ঘ এক সপ্তাহ ধরে তাকে বহুভাবে খুঁজেছি। তবে তার কথাও কোন সন্ধান পাওয়া যায়নি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে পরিবারের এই নাম্বারে ০১৮১৬৫০১০৭৩ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তার অসহায় পরিবার এর পক্ষে এলাকার সচেতন মহল।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২৪ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur