হাজীগঞ্জে চেয়ারম্যান আলীসহ ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ ভূঁইয়াসহ ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ২৫ চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ২৮ জন এবং ৩ জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

৬ ডিসেম্বর সোমবার রাতে প্রার্থীদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. ওবায়েদুর রহমান বলেন, ৪র্থ ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বেশিরভাগই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়াও ১১টি ইউনিয়নের ২৮ জন সাধারণ সদস্য পদে অংশগ্রহণকারী এবং সংরক্ষিত আসনের তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সৃত্রে (৭ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন। তবে এর আগে নৌকার প্রার্থীরা ১১ ইউনিয়নে নৌকার প্রচার প্রচারণা চালাতে দেখা যায়।

এদিকে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী আলী আহমেদ ভূঁইয়া প্রার্থীতা প্রত্যাহার করে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনা, হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিনের নৌকা প্রতীককে সন্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলাম। সেই সাথে আমার কর্মী সমর্থকদের সাথে নিয়ে আগামি ২৬ ডিসেম্বর নৌকারদ প্রার্থীর সাথে কাজ করবো বলে ঘোষণা দেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৬ ডিসেম্বর ২০২১

Share