“কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুদা মুক্ত বিশ্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে চাঁদপুর পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ২০১৮।
দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ অক্টোবর) সকাল ১০টায় সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রচাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহমেদ এর সভাপতিতে ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী আমিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওচমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর মোতালেব, জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম, সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ¯িœগধা রায়, মিসেস পারভিন, সঞ্জিতা দাস। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন। সবেশেষে জেলা কৃষি সম্প্রসারণ এর উপ-পরিচালক আলী আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওচমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর মোতালেব।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক