হাজীগঞ্জে ৩০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক ইয়াবা বিক্রেতার নাম মো. কাউসার হোসেন। সে রান্ধুনীমুড়া ভূইয়া বাড়ি’র মনোয়ার হোসেনের ছেলে।
আজ সন্ধ্যায় হাজীগঞ্জ থানার এ.এস.আই সুবীর দেওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের দুলালের দোকান থেকে ইয়াবা বিক্রয়ের সময় হাতে-নাতে তাকে আটক করে। কাউসার জানায়, সে হাজীগঞ্জ টাওয়ারে টি. কে মোবাইলের দোকানে সাভির্সিংয়ের দোকানে কাজ করে। একই সময় সে হাজীগঞ্জ বাজার ও বিশ্বরোডে ইয়াবা বিক্রয় করে থাকে।
ইয়াবা বিক্রেতা কাউসার জানায়, সে ১১নং ওয়ার্ডের টুন্না চকিদার বাড়ীর সাইফুলের কাছ থেকে পাইকারী দামে ইয়াবা নিয়ে খুচরা বিক্রয় করে থাকে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম (এলএলবি) জানান, আটক কাউসারের বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
হাজীগঞ্জ করেসপন্ডেন্ট||আপডেট: ১০:১০ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur