Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে ২৭০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
হাজীগঞ্জে ২৭০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

হাজীগঞ্জে ২৭০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

হাজীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদে নির্বাচনে ১১টি ইউনিয়নে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। গত রোববার থেকে মঙ্গলবার পযন্ত উপজেলার ১১টি ইউনিয়নে ১৯জন চেয়ারম্যানসহ ২৭০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসব প্রার্থীরা তফসিল ঘোষণা পর পরই স্ব-স্ব ইউনিয়নের রিটানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

১নং রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, ও সাধারণ সদস্য পদে ৪জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

২নং বাকিলা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ২জন ও সাধারণ সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ২জন ও সাধারণ সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত সদস্য পদে ৫জন ও সাধারণ সদস্য পদে ৩৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

৫নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৩৭জন ও সংরক্ষিত সদস্য পদে ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ২৬জন ও সংরক্ষিত সদস্য পদে ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২০জন ও সংরক্ষিত সদস্য পদে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১০ জন ও সংরক্ষিত সদস্য পদে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যানপদে ২জন, সাধারণ সদস্য পদে ৩০জন ও সংরক্ষিত সদস্য পদে ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য পদে ২৫জন ও সংরক্ষিত সদস্য পদে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্য পদে ৩০জন ও সংরক্ষিত সদস্য পদে ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১২নং দ্বাদম গ্রাম ইউনিয়নের গ্রেজেট প্রকাশ না হওয়ায় পরবর্তীতে দফায় এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার।

উপজেলা নির্বাচনীয় অফিস সূত্রে জানাযায়, ১নং রাজারগাঁও, ২নং বাকিল ও ৩নং কালচোঁ উত্তর, ৫নং সদর, ৬নং বড়কুল (পশ্চিম) ইউনিয়নে রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন (দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটর্ণিং অফিসার) মো. আনোয়ার হোসেন।

৪নং কালচোঁ দক্ষিণ ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

৮নং পূর্ব হাটিলা পূর্ব ইউনিয়নে রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার জুলফিকার আলী।

৯নং গন্ধর্ব্যপুর উত্তর ও ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিআরডিবি অফিসার মো. দেলোয়ার হোসেন।

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর।

 

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

 

: আপডেট ৩:০০ এএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ