চাঁদপুরের হাজীগঞ্জে ১হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মো. মহসিন (২৭) নামের মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের কাজী বাড়ি থেকে ইয়াবাসহ হাতে-নাতে তাকে আটক করা হয়।
আটক মহসিন ওই বাড়ির আবুল ফারাহ কাজীর ছেলে। সে গত কয়েকমাস মাদক বিক্রির সাথে জড়িত হয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। মহসিন একসময়ের কোরআনে হাফেজ। তাঁকে আলাহ-রাসূলে কসম দিলে, সে স্বীকার করে গত ছয় মাস যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur