চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৫ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ্য বস্তু ও ৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ি থেকে ইয়াবা সদৃশ্য বস্তু ও ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত আলী আরশাদের ছেলে হাড্ডি লিটন (৫৫), ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার মৃত মিলন বেপারীর ছেলে সাগর হোসেন শাহাদাত (৩৫), হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার চাপরান খরাচিপাড়া এলাকার আকতার হোসেন ফারুকের স্ত্রী ইয়াসমিন আক্তার (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে সদর ইউনিয়নের বাউড়া গ্রামের সুলতান হাজী বাড়ির জাকির হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ। এসময় ওই বসতঘর থেকে ১৫ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট সদৃশ্য বস্তু ও ৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ইয়াবা ট্যাবেলট সদৃশ্য বস্তুগুলো মাদক দ্রব্য কিনা তা নিশ্চিতকরণে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ২৪ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur