হাজীগঞ্জ

হাজীগঞ্জে ১৫৭ গ্রামের কিশোর-কিশোরী নিয়ে সভা

হাজীগঞ্জে ১৫৭ গ্রামের আলোকিত কিশোর-কিশোরী নিয়ে ইনোভেশন কার্যক্রমের আওতায় ‘অবহিতকরণ সভা’অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে রবিবার (২ জুলাই) সকালে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে ওই উপজেলার ১৫৭ গ্রামের আলোকিত কিশোর-কিশোরী,শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে অবহিতকরণ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু ও পরিচালনা করেন পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক মো.মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা আলী নূর বশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী,প্রধানশিক্ষক মো.দেলোয়ার হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য জাবের আহম্মেদ সুমন,প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ ও কামরুজ্জামান টুটুল।

এসময় এ উপজেলার ১৫৭ টি গ্রামের কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রামান্য চিত্র তুলে ধরেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।

প্রতিবেদক:জহিরূল ইসলাম জয়
:আপডেট :আবদুল গনি বাংলাদেশ সময় ৪:৪০ পিএম,২ জুলাই ২০১৭,রোববার

Share