মেহেদী হাছান :
হাজীগঞ্জ উপজেলার ১৩টি মাদ্রাসার মোট ৪শ ২৪ জন পরিক্ষর্থীর মধ্যে পাশ করেছে ৩শ ৯৭ জন। আর পাশের হার ৯৪%। তবে মাত্র তিনটি প্রষ্ঠিানের ১০জন শিক্ষার্থী পেয়েছে এ+।
জানা যায়, এ বছর হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ জন। পাশ করেছে ৮২ জন, এ+ তিন জন, পাশের হার ৯৮%।
বাকিলা ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩৮ জন। পাশ করেছেন ৩৪ জন। পাশের হার ৮৯%। বেলচো ফাজিল মাদ্রাসার পরিক্ষার্থীর সংখ্যা ৪৬ জন। কৃতকার্য হয়েছেন ৩৯ জন। পাশের হার ৮৫%।
নওহাটা ফাজিল মাদ্রাসা থেকে পরিক্ষা দিয়েছেন ২৯ জন। কৃতকার্য হয়েছেন ২৬ জন। পাশের হার ৯০%।
নেছারাবাদ ছালেহা ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৩২ জন। এ+ পেয়েছেন ৬জন। পাশের হার ১০০%। রাজারগাও ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থীর সংখ্যা ৩২ জন। কৃতকার্য হয়েছেন ৩০ জন। পাশের হার ৯৪%।
রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার পরিক্ষার্থী মোট ২০ জন। কৃতকার্য হয়েছেন ২০ জন। পাশের হার ১০০%।
সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার পরিক্ষার্থী ১৬ জন। কৃতকার্য হয়েছেন ১৬ জন। পাশের হার ১০০%। সালেহাবাদ ফাজিল মাদ্রাসার পরিক্ষার্থীর সংখ্যা ২৮ জন। কৃতকার্য হয়েছেন ২৮ জন। এর মধ্যে এ+ ১জন। পাশের হার ১০০%।
সুহিলপুর ফাজিল মাদ্রাসার পরিক্ষার্থী ৩৮ জন। কৃতকার্য হয়েছেন ৩৬ জন। পাশের হার ৯৫%।
বলাখাল নূর ই মদিনা আ. মাদ্রাসার পরিক্ষার্থী ২১ জন। পাশ করেছে ১৮ জন। পাশের হার ৮৬%।
কাকৈরতলা আলিম মাদ্রাসার পরিক্ষার্থীর সংখ্যা ১৮ জন। পাশ করেছে ১৪ জন। পাশের হার ৭৮% এবং কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিক্ষার্থী ২২ জন। পাশ করেছেন ২২ জন। পাশের হার ১০০%।