হাজীগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সারাদেশে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুরের হাজীগঞ্জেও মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে মেয়র পদে ১, কাউন্সিলর পদে ৮, সংরক্ষিত পদে ৩টিসহ মোট ১২ জন প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীগণ।

এদের মধ্যে একেএম সাহাবুদ্দিন মেয়র পদে, ৪নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর হেদায়েত উল্যাহ্ মজুমদার ও তাজুল ইসলামসহ ২জন, ৬নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আবু বকর সিদ্দিক, ৭নং ওয়ার্ড থেকে এমরান মুন্সি ও আবুল খায়ের মৃধাসহ ২জন, ৯নং ওয়ার্ড থেকে আয়ুব আলী ও মোঃ হেলু মিয়াসহ ২জন, ১১নং ওয়ার্ড থেকে মুন্সি মোহাম্মদ মনির কাউন্সিলর পদে, ৭, ৮, ৯নং ওয়ার্ড থেকে সাবিনা ইয়াছমিন ও রোকেয়া বেগমসহ ২জন, ১০, ১১, ১২নং থেকে জাহানারা বেগম সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামি ০৩ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

প্রার্থীদের জামানত বাবদ টাকা জমা দানের সুবিধার্থে আগামি ২৭ ও ২৮শে ডিসেম্বর ট্রেজারি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন স্মারক নং ১৭.১০.১৩৫৮.০০০.৩৮.০০১.১৫-২৫২।

মেহেদী হাছান, হাজীগঞ্জ পৌর করেসপন্ডেন্ট

আপডেট: ০৮:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ

Share