Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ১২ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

হাজীগঞ্জে ১২ গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

joypress-2

জহিরুল ইসলাম জয়  || আপডেট: ০৮:৪২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০১৫,  বুধবার

হাজীগঞ্জ উপজেলা একদিনে ১২টি গ্রামে প্রায় ২০ কি.মি নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।

আসছে ঈদকে সামনে রেখে বিদ্যুৎতের আলো পেয়ে এসব গ্রামের মানুষের মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে। হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনি এলাকার সাংসদ মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ১২টি গ্রামে এক যোগে উদ্বোধন করা হয়।

নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামগুলো হচ্ছে, প্যারাপুর, পিরোজপুর, কালচোঁ, বানিয়াকান্দি, কীর্তন, সাতবাড়ী, ওলিপুর, মাতৈন, মাড়কি, ধড্ডা ও বলিয়া গ্রাম।

বাদ আছর হাটিলা পশ্চিম ইউনিয়নের পূর্ব ধড্ডা জামে মসজিদের সামনে স্থানীয় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈন উদ্দিন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১এর এজিএম(কম) দেবাশীষ পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিজি, মহসীন মাষ্টার মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মুন্সী, উপজেলা য্বুলীগের যুগ্ম আহবায়ক রাসেল পাটোওয়ারী, যুবলীগ নেতা শামিম হোসেন, রবিউল ইসলাম মেম্বার, আবু তাহের কামরুল, ছাত্রলীগ নেতা ফয়সাল, হারেছ ও রনি।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫