হাজীগঞ্জে ১২৭ বস্তা পলিথিন জব্দ ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ হকার্স মার্কেটের নিলয় প্যাকেজিং হাউজের তালা ভেঙ্গে ১১ বস্তা পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে নয়ন প্যাকেজিং এর গোডাউন থেকে ১১৬ বস্তা পলিথিন জব্দ করা হয়। সেই সাথে এ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ১২৭ বস্তা পলিথিন দুই ট্রাকে ভরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অবৈধ মালামাল চাঁদপুর অফিসে নিয়ে যায়।

ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নানসহ হাজীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আমরা সব সময় নিষিদ্ধ মালামালের বিষয়ে অভিযান পরিচালনা করে থাকি।

পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে দুইটি প্রতিষ্ঠান থেকে ব্যাপক নিষিদ্ধ পলিথিন জব্দ করি, সেই সাথে ২৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করেছি। আমাদের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৮ সেপ্টেম্বর ২০২২

Share