Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ১১২ পিচ ইয়াবাসহ আটক ২
arrest

হাজীগঞ্জে ১১২ পিচ ইয়াবাসহ আটক ২

চাঁদপুর হাজীগঞ্জে ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের টাকাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভাধীন টোরাগড় কাজীতে অভিযান চালিয়ে মৃত রতন কাজীর ছেলে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন। একই বাড়ির মানিক কাজীর স্ত্রী মাদক ব্যবসায়ী পারুল বেগম আটক করেছেন পুলিশ।

আটক মাদক ব্যবাসয়ীদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের পনের হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, আটক মাদক বিক্রেতাসহ একটি সিন্ডিকেট দীর্ঘ দিন হাজীগঞ্জ পৌরসভা ও এর আশে পাশে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়ের সময়ে হাতে নাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদ্বয় এর পূর্বে আরো কয়েকবার ইয়াবসহ আটক হয়েছিল।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১১ ফেব্রুয়ারি,২০১৯