হাজীগঞ্জে ১০ বালুমহালে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে ১০ টি বালুমহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে নগদ ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

৩০ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লক্ষ টাকা,  বাংলাদেশ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী শাহাজান বেপারীকে ১ লক্ষ টাকা, তালুকদার বিল্টার্স এর  সত্ত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লক্ষ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজ এর শাহপরানকে ৫০ হাজার টাকা,
হাজীগঞ্জ ডিগ্রী কলেজ রোডের ইকবাল এন্ড বাদ্রাস এর চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লক্ষ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালে মিলন চৌধুরীকে ১ লক্ষ আর আক্তার হোসেনকে ৫০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা হান্নানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট, ৩০ আগস্ট ২০২২

Share