চাঁদপুর হাজীগঞ্জে ১০ টাকার লোভ দেখিয়ে সাজ্জাদ নামে ৩ বছরের শিশুকে অপহরণ করে ২ নারী। এর মাত্র ১৪ ঘণ্টা পর সিসিটিভি ফুটেজ দেখে শিশু সাজ্জাদকে উদ্ধার করেছে পুলিশ।
শিশু সাজ্জাদ পৌরসভার মকিমাবাদ গ্রামের রিকশাচালক জাহাঙ্গীরের ছেলে।
সাজ্জাদের মা জানান,২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জন নারী ১০ টাকার লোভ দেখিয়ে তার সন্তানকে বাজারে নিয়ে যায়। পরবর্তীতে শিশুর কোনো সন্ধান না পেয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে রাতেই পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীকে চিহ্নিত করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অপহৃত শিশু সাজ্জাদ ও অপহরণকারী লিমাকে আটক করে পুলিশ। আটককৃত লিমার বাড়ি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায়।
সে জানায়, তার সঙ্গে পারভিন নামে আরেকজন ছিল। রাতে কয়েকটি স্থানে সাজ্জাদকে বিক্রির চেষ্টা করে পারভিন। সাজ্জাদ বয়সে বড় হওয়ায় এবং কান্নাকাটি করায় তাকে কেউ ক্রয় করেনি। আটক লিমার বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি যুগান্তরকে জানান, শিশু সাজ্জাদকে উদ্ধারে রাত থেকে হাজীগঞ্জ থানার কয়েকটি টিম কাজ করেছে। আটক নারী ছাড়া আর কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেট,২৬ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur