হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত মডেল সরকারি কলেজ ও বন্ধু টাওয়ার সংলগ্ন হযরত আবু বকর সিদ্দিক (রা.) একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ী ও নাজেরা ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে কুরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্যের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
হাফেজদের পাগড়ী ও সবক প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহাদ্দিস নুরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুহাদ্দিস শহীদুল্লাহ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ছগির হোসাইন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা কামাল উদ্দিন আব্বাসি। সবক প্রদান করছেন হাফেজ মাও. মোহাম্মদ মুজাম্মেল হক।
প্রতিষ্ঠানের প্রধান হাফেজ সালিম উল্যা সেলিম এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আনসারীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন মসজিদের খতিবগণ, অভিভাবক ছাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি বছর একাডেমির ২০ জন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান এবং ৩০ জন ছাত্রকে হিফজ সবক প্রদান এবং অনাবাসিক শাখার ৫ ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur