হাজীগঞ্জে হাত ধোয়া দিবস পালিত

চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষার্থীদের হাত ধুয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগান কে সামনে রেখে এবারের বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আবসার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী , হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি হাসান মাহমুদ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠ হাত ধোয়া প্রদর্শনী ও র্যালী রের করা হয়। এসময় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ সকরারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২২ অক্টোবর ২০২৫