ইঞ্জি.মমিনুল হকের তত্ত্বাবধানে হাজীগঞ্জে হরতাল পালিত

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের তত্ত্বাবধানে হরতাল পালিত হয়।

১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজার সংলগ্ন বিক্ষোভ মিছিল করা হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে হারতাল পালন করা হয়। হরতালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছা্ত্রদলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

স্টাফ করেসপন্ডেট, ১৯ ডিসেম্বর ২০২৩

Share