চাঁদপুর হাজীগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত যুবক (৪২) নিহত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার ভোরে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের কাঁঠালি গ্রামের খান বাড়ি জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানান,সকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি জামে মসজিদের সামনে মুসলি্লরা ফজরের নামাজ পড়তে গিয়ে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের উপর অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে, ভোর রাতে অথবা শনিবার সকালে অজ্ঞাত গাড়ি চাপায় এই যুবক মারা গেছে। মরদেহের মুখে রক্তাক্ত ও ফুলা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি এবং সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পায়নি পুলিশ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
যদি কেউ তার পরিচয় পেয়ে থাকেন তাহলে ০১৩২০-১১৫৯৯৭ নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানান তিনি।
করেসপন্ডেট ১২ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur