হাজীগঞ্জ

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

মেহেদী হাছান :

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিলা মহাসড়কের আলীগঞ্জ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আব্দুর রশিদ (৫৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত নাজমুল হাসান (২৫), পান্না বেগম (৩০), মিজানুর রহমান (৩৫) কে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে একজন যাত্রী রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে পথচারী রাস্তার পাশে ছিটকে পড়ে। ওই সময় সিএনজিটি ব্রেক করলে উল্টে গিয়ে যাত্রীরা আহত হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আপডেট: ০৫:৩১ অপরাহ্ণ,  ১৬ জুন ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share