হাজীগঞ্জ

হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনে রোববার (২৬ মার্চ ) সকালে হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহাবুল আলম মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি.মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সাদেক,অফিসার ইনচার্জ মো.জাবেদুল ইসলাম,পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।

অত:পর উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়। সর্বশেষ মহান স্বাধীনতা দিবসে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক- জহিরুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ০৭ পিএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Share