স্ত্রী রুমা রানী ঘোষকে হত্যার অভিযোগে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে স্বামী আকাশ সরকারকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বামীর পরিবারের দাবি রুমা আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কেন্দ্রের পেছনে নিহতের স্বামীর ভাড়া বাসাতে।
রুমার ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। রুমা উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের ঘোষ বাড়ির উত্তম ঘোষের মেয়ে। আকাশ সরকার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহাম্মদ চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
রুমার মা প্রতিমা ঘোষ জানান, রুমার স্বামী আমাকে ফোন করে জানায় মেয়ে অসুস্থ। এরপর তিনি বাসায় এসে দেখেন রুমার মরদেহ ফ্লোরে পড়ে আছে এবং রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জামাতা জানায়।
তিনি আরো বলেন, ৬/৭ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছে। বিয়ের পর জানতে পারি, সে (আকাশ) ঠিকমতো আয় রোজগার করে না এবং মাদক সেবী।
এরপরে নাতির দিকে তাকিয়ে আমার মেয়ে বিউটি পার্লারে কাজ শুরু করে। সে সবসময় মেয়েকে নির্যাতন করত। এর আগে এসব বিষয়ে আমরা থানায় অভিযোগও দিয়েছি।
রুমার মা আরো জানান, মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে আমার মেয়ের জামা-কাপড় ছেঁড়া কেন? তার গায়ে (শরীর) মারধরের চিহ্ন থাকবে কেন। সে আমার মেয়েকে মেরে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
তাছাড়া জানালার সঙ্গে ফাঁসি (ফাঁস) দিয়ে আত্মহত্যা করা যায় নাকি?
এদিকে শাশুড়ির সকল অভিযোগ অস্বীকার করে আকাশ সরকার বলেন, আমি দুইটা/আড়াইটার দিকে ঘরে এসে খাটের ওপর ঘুমিয়ে পড়ি। পরে ঘুম থেকে জেগে দেখি সে (রুমা) জানালার সঙ্গে ঝুলে আছে। এরপর আমি তাকে নামিয়ে সবাইকে ফোন দেই। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আমরা আকাশ সরকারকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে রাতেই মামলা দায়ের হবে। এর আগে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রুমা ঘোষের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেট/ ১৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur