চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাজিগঞ্জ বাজার মিডওয়ে হাসপাতালে সিজার অপপ্রচারের অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রসূতি হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা মোল্লা বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা (৩০)। একই হাসপাতালে আগেও দুইবার সিজার অপারেশন করা হয় ওই প্রসূতির। বড় সন্তান প্রথম শ্রেণিতে পড়ে। ছোট সন্তানের বয়স ৩ বছর।
প্রসূতির ভাই রাশেদুল ইসলাম বলেন, এর পূর্ব দুইবার মিডওয়ে হাসপাতলে আমার বোনের সিজার হয়। এবার প্রচুর রক্তক্ষরণ হয়ে বোন মারা গেল। তবে আমার দুলা ভাই কুয়েত আছেন। তিনি দেশে আসলে বোনের দাফন করা হবে।
হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হবে কিনা জানতে চাইলে রাশেদুল ইসলাম বলেন, দুলাভাইয়ের পক্ষ থেকে অভিযোগ নেই।
হাসপাতালের পরিচালক ডা. মেহেদী হাসান বলেন, প্রসূতির অস্ত্রোপচারের পর সন্তান হয়। সন্তান প্রসবের পর জরায়ুতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ওইসময় তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তারপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রসূতির জরায়ুতে সমস্যা ছিল বলেও তিনি জানিয়েছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur