চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আধাঁরে সিএনজির ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৪ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত নারী হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির শাহ আলম এর স্ত্রী বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে অন্ধকারে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মাসুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঘাতক সিএনজিটি জব্দ করা হয়েছে। পরে মৃতদেহটি উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়,২৫ জানুয়ারি ২০২২
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur