হাজীগঞ্জে সাংবাদিক তারেক আজিজ ডেঙ্গু আক্রান্ত

জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. তারেক আজিজ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গত ৫ দিন ধরে তিনি মারাত্মক জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন।

স্থানীয় হাজীগঞ্জ বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু টেস্ট করালে তার শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

হাজীগঞ্জে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, এখনই সচেতনতা না বাড়ালে ডেংগুর প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/৩০ সেপ্টেম্বর ২০২৫