Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সাংবাদিক জয়ের পিতৃবিয়োগ, জানাজায় মুসল্লীদের ব্যাপক উপস্থিতি
সাংবাদিক জয়ের

হাজীগঞ্জে সাংবাদিক জয়ের পিতৃবিয়োগ, জানাজায় মুসল্লীদের ব্যাপক উপস্থিতি

হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক সময়ের আলো, চাঁদপুর প্রবাহ ও চাঁদপুর টাইমস এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জয়ের পিতা সুলতান মাহমুদ (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তিনি শনিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

৭ মার্চ রোববার বাদ জোহর মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক মুসল্লি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্যে রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, ৩নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটোওয়ারী, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাও. শারাফত উল্ল্যা, সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, ইউপি সদস্য নাছির উদ্দিন পাটোওয়ারী, মরহুমের ভাই সাবেক ইউপি সদস্য হাফেজ আহম্মদ ও সাংবাদিক জহিরুল ইসলাম জয়।

প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় ও মনতলা বাজার জামে মসজিদের প্রেশ ইমাম মাও. গোলাম মোস্তফা জানাজা সম্পন্ন করেন।

পরে পারিবারিক কবরের স্থানে নিহতকে দাফন করা হয়।

নিহত ব্যক্তি সাংবাদিক জয়ের বাবা ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মুতুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠালগ্ন থেকে হাজীগঞ্জের প্রতিনিধি জহিরুল ইসলাম জয় দক্ষতার সাথে কাজ করে আসছেন। তার বাবার মৃত্যুতে চাঁদপুর টাইমসের পরিবার শোকাহত।

স্টাফ রিপোর্টার,৭ মার্চ ২০২১