চাঁদপুরের হাজীগঞ্জে সরিষা মাঠে চাষাবাদ অবস্থায় এক কৃষকের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ২৭ জানুয়ারি শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া কৃষি মাঠে সরিষার জমিতে মই দেওয়া অবস্থায় হঠাৎকরে মাটিতে পড়ে যায়। নিহত কৃষক বলিয়া চৌকিদার বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে হাবিবউল্লাহ (৬০)।
পাশ্ববর্তী গ্রামের এক পথিক সরিষার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে কৃষকের মেয়ে সেলিনাকে খবর দেয়। মাঠে এসে বাবার মরদেহ পড়ে থাকতে দেখে মাটি থেকে তোলার চেষ্টা করে দেখে কোন আলাপ নেই।
পরিবারের সদস্যদের ডাকচিৎকারে মানুষ কৃষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার বলেন তিনি মাঠে ষ্টক করে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মিলন মৃত্যুর খবর নিশ্চিত করে কৃষক পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur