চাঁদপুরের হাজীগঞ্জে ১৪ বস্তা সরকারি চালসহ এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে ১৮ জুন বুধবার বিকালে পুলিশ থানায় নিয়ে আসে। এসময় তার বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
স্থানীয় সৃত্রে জানাযায়, গত কয়েকদিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন বুধবার সকালে তার বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পায়। পরে উপজেলা প্রশাসন ও সংবাদকর্মীদের জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ সংবাদকর্মীরা ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভিতরে ৫০ কেজি ওজনের নয় বস্তা, ৩০ কেজি ওজনের পাঁচ বস্তা ও চালের ১২টি খালি বস্তা দেখতে পান। এসময় ছয় বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ২ হাজার ১২৮ ভিজি এফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন। তিনি বলেন, ‘স্বপনের সাথে কথা হলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায় না। তাই বিক্রি করে দিয়েছে। আর বিক্রীত চালগুলো সে কিনেছে। এখন ইউএনও স্যারের নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে যে জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন জানান, চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তদন্ত করে বিষয়টি আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৮ জুন ২০২৫