হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে নারী বৃদ্ধার ওপর হামলা
চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্রকরে নারী বৃদ্ধার উপর হামলার অভিযোগ পাওয়া যায়। ১১ অক্টোবর শনিবার উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণ হাজী বাড়িতে জায়গার মধ্যে রাস্তার পাশে টিনশেড বাউন্ডারি বেড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে মধ্যযুগীয় কায়দায় মরিচের গুঁড়া নিক্ষেপ করে নারীসহ ৬ জনকে আহত করার অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই হাজীগঞ্জ থানা এবং চাঁদপুর কোর্টে ভিন্ন ভিন্ন অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ও মেম্বার মোহাম্মদ কামাল হোসেন, বহুবার বসার পরেও উভয়ের মাঝে কোন নিষ্পত্তি করতে পারেন।
গতকাল অতর্কিত হামলা ও মরিচের গুঁড়ো নিক্ষেপ করে মো. ফরহাদ হোসেন গং। এতে হামলায় আহত হয় মো. শফিউল্লাহ, হালিমা বেগম, মোহাম্মদ মিলন হোসেন, নাছরিন বেগম, মো. মোস্তফা কামাল ও মো. সোহেল হোসেন।
ভুক্তভোগী শফিউল্লাহ হাজী বলেন, আমার জায়গায় শ্রমিক নিয়ে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ লোকজন নতুন বেড়া ভেঙে দেয়।এমনকি আমার মেয়ের গায়ে গুড়া মরিচের পানি মেরেছে। আমার অসুস্থ স্ত্রীসহ আমাদেরকে মেরে আহত করেছে। আমি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
প্রতিপক্ষ ফরহাদ হোসেন গংরা বলেন, বেড়া লাগানোর সময় জিজ্ঞেস করায় তারা স্থানীয় লোকজন নিয়ে বরং আমাদের উপর দাওয়া দেয়।
এ বিষয় স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ফরহাদ হোসেনরা শুধু শুধু অন্যের জায়গা নিজেদের গায়ে নিয়ে ঝামেলা করে আসছে। আমরা ইতিপূর্বে বিষয়টি নিয়ে শালিসি বৈঠক বসেছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১২ অক্টোবর ২০২৫