Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে ক্যান্সারে আক্রান্ত রোগীকে রক্তাক্ত জখম
সম্পত্তিগত

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে ক্যান্সারে আক্রান্ত রোগীকে রক্তাক্ত জখম

চাঁদপুরের হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে বড় ভাইয়ের হামলায় ক্যান্সারে আক্রান্ত রোগী নূরে আলম (৪৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আপন বড় ভাইভাই নূরে জামান ও তার পরিবার। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ক্যান্সারে আক্রান্ত নূরে আলম ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের মৃত. সলেমান হাজীর ছোট ছেলে। প্রায় ৭ বছরের উপরে ভাসুর নূরে জামান, ছেলে ইব্রাহিম, জাবের ও স্ত্রী মাসুদা বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত নূরে আলম ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামে প্রবাস থেকে এসে নিজ বাড়িতে বসবাস করছেন। এর মধ্যেই তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ফুসফুসে ক্যান্সার। ৪টা ক্যামো থ্যারাপির পর আগামী ১০ অক্টোবর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ৫ম ক্যামো দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রক্ত শূন্যতার কারনে একটি ক্যামো থেরাপি দিতে পারেন নি নূরে আলম।

মঙ্গলবার দুপুরে স্ত্রী পান্না আক্তার টয়লেটে থাকা অবস্থায় নূরে আলমের ঘরে প্রবেশ করে বড় ভাই

নূরে জামান, তার ছেলে ইব্রাহিম, জাবের ও স্ত্রী মাসুদা বেগম অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে।

আহত নূরে আলম জানান, আমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। আগামী ১০ অক্টোবর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ৫ম ক্যামো দেওয়ার কথা রয়েছে। এর আগেও আমার উপর হামলা করা হয়। প্রায় ৮ থেকে ১০ বছর আমার আপন বড় ভাই নূরে জামান জোর পূর্বক আমার সম্পত্তি দখল করতে চায়। এছাড়া আমাকে ও আমার বাচ্চাদের হত্যা করে পানিতে ফেলে দেওয়ার হুমকি দেয়া হয়।

স্ত্রী পান্না আক্তার লিজা বলেন, আমার স্বামীর ক্যান্সারের পাশাপাশি রক্ত শূন্যতা, ডায়বেটিসসহ বিভিন্ন রোগ রয়েছে। তাকে ডাক্তার বিশ্রাম দিয়েছে। অসুস্থতার মধ্যেও আমার ভাসুর ও তার স্ত্রী-সন্তানরা হামলা করে রক্তাক্ত জখম করেছে। এর আগে তারা সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছে এবং আমার সন্তানকে মাথায় আঘাত করেছে। বর্তমানে স্বামী ও ৩ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, আহত নূরে আলমের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পারিবারিক সূত্রে জানা যায়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৩০ সেপ্টেম্বর ২০২৫