হাজীগঞ্জে সমাজকর্মীকে পিটিয়ে জখম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে শুক্রবার (১৭ জুন) সমাজকর্মী জহিরুল ইসলামকে পিটিয়ে জখম করেছে ওই গ্রামের ‘মাস্তান বাড়ীর মৃত রঞ্জন আলীর ছেলে শরীফ মাস্তান।’

জানা যায়, মাতৈন মারওয়ান বাড়ীর মৃত সামছুল হকের ছেলে সমাজকর্মী জহিরুল ইসলাম বাড়ীর পাশে দারুল উলুম মাদ্রাসার ভিতরে বসে কাগজপত্র দেখছিলেন। তখন মাদ্রাসা কমিটির সদস্য শরীফ উপস্থিত হয়ে মিটিং সর্ম্পকে উচ্চ স্বরে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
ওই মুহূর্তে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহতাব উদ্দিন ও হাফেজ শাহআলম মিয়ার সম্মুখে এলাপাতাড়ি মারধর করায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে যায় জহিরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ‘মাদ্রসা আল্লাহর ঘর। গ্রামের সকলের সর্বাত্মক সহযোগিতায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। মিটিং নিয়ে শরীফ জহিরুল ইসলামের উপর অর্তকিত হামলা করা ঠিক হয়নি।’

আহত জহিরুল ইসলাম জানান, ‘সভাপতি আবদুর রশিদ ব্যস্ত থাকায় মাদ্রাসার মিটিং বিলম্ব হয়। আর তাতে শরীফ আমাকে দোষারপ করে এই অর্তকিত হামলা চালায়। এর আগেও শরীফ আমাকে হুমকি দিয়েছিলো।’

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট

Share