চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর নামক স্থানে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট ) সন্ধ্যায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাজীগঞ্জ উপজেলার গ্রামের ধড্ডা মিয়াজী বাড়ির আব্দুর রব মিয়াজীর ছেলে। তিনি একটি গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। এখন তিনি অবসরে ছিলেন। তার স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছেন।
তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে ফেরার পথে এ সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur