চাঁদপুরের হাজীগঞ্জে সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী নাসিরের সঞ্চালনায় ও দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবিরের সভাপতিত্ব করেন। হাজীগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক পদে পদন্নোতি পাওয়া তাপস শীল এক সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামি দিনে যে কোন প্রয়োজনে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কলেজের পক্ষে হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বলাখাল জেএন কারিগরি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত খোদেজা বেগম, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, মাদরাসার পক্ষে রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আনিসুর রহমান, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো.মিজানুর আশ্রাফী, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur