চাঁদপুর হাজীগঞ্জের বাকিলা বাজারের পাশে সওজের খাল থেকে অজ্ঞাত শিশুর (৭ মাস) লাশ উদ্ধার করেছে পুলিশ।
৮ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। তবে শিশুটির শরীরের অধিকাংশ অংশে পোকা ধরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জাহাঙ্গীর আলম পাটোয়ারী জানান, চাঁদপুর কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের পূর্ব অংশে খলাপাড়া গ্রামের সওজের উত্তর পাশের অংশের খালে অজ্ঞাত শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় শিশুটি পানির মধ্যে উপুর হয়ে তাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির গায়ে ধূসর রংয়ের একটি স্যান্ডো গেঞ্জি।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধারের জন্য এসআই রবিউল আলমকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ধারণা করা হচ্ছে শিশুটি অসময়ে ভূমিষ্ট হওয়া কোনো শিশু। আমরা শিশুটির অভিভাবকে খুঁজে বের করার চেষ্টা চালাব।
করেসপন্ডেট,৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur