মতলব দক্ষিণ

তারেক রহমানের জন্মদিনে মতলবে কেককাটা উৎসব

চাঁদপুরের মতলব দক্ষিণ কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিঙ্গাভাঙ্গা এলাকায় উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহামুদ জিসানের সভাপতিত্বে ও মতলব পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদ্রিস সরকার মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন খান।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো, মিরান হোসেন মিয়াজী, ইউনিয়ন যুবদল নেতা আলহাজ্ব ইলিয়াস মিয়াজী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন সরকার রবিন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির মিজি, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক বিল্লাল প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক মানিক সরকার।

এ সময় উপজেরা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম হোসেন খোকন, ইব্রাহিম প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হোসেন সেলিম, সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদল নেতা মাসুদ পারভেজ পলিন, ইমাম আলী, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক নোমান মিয়াজী, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক পাবেল আহম্মেদ, হাসান, মতলব পৌর ওয়ার্ড ছাত্রদল নেতা আমিন প্রধান, শফিক, মহসীন প্রধান, জহির, ইমরান উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: পডেট, বাংলাদেশ ১১ : ৩৩ পিএম, ২০ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Share