Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে পড়ল অটোরিকশা, ছাত্র আহত
শ্রেণিকক্ষে

হাজীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে পড়ল অটোরিকশা, ছাত্র আহত

সিএনজিচালিত একটি অটোরিকশা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে এক ছাত্র আহত হয়েছে। রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটে এ ঘটনা।

আহত স্কুলছাত্রের নাম সায়েম। বর্তমানে ওই ছাত্র চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সায়েম ওই গ্রামের শিংহের বাড়ির আবদুল করিমের ছেলে। সে মোহাম্মদপুর শিশু সর্গ আদর্শ নিকেতনে ৪র্থ শ্রেণিতে পড়ে।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন শিং ও হাবিবুর রহমান জানান, সকালে মোহাম্মদপুর গ্রামের মিয়াসাব বাড়ির সামনের শিশু সর্গ আদর্শ নিকেতনের সামনে দিয়ে সায়েম স্কুলে প্রবেশ করতে রাস্তা পার হচ্ছিল। তখন হাজীগঞ্জ থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। একপর্যায়ে অটোরিকশাটি সায়েমকে তুলে নিয়ে সজোরে স্কুলে ঢুকে যায়। এতে সায়েম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতি জানান, সকালে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সায়েমের বাবা করিম জানান, ঘটনার পর এলাকাবাসী সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে রাখে। সায়েম চিকিৎসরার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।

হাজীগঞ্জ করেসপন্ডেট