চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে কিশোর রাকিব হোসেনকে (১৪) জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে মেডিকেল পরীক্ষার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, শিশুর বাবা হাজীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে কিশোরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে রাখার নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিশুকে ধর্ষণকালে স্থানীয়রা কিশোরকে আটক করে। পুলিশ খবর পেয়ে ধর্ষিত শিশুকে উদ্ধার করে এবং রাকিবকে আটক করে। ধর্ষক রাকিবের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের জয়সার গ্রামে।
স্পেশাল করেসপন্ডেন্ট, ২১ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur