চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ আতুরিয়া মাদ্রাসা কমপ্লেক্সে শিশু ধর্ষণের ঘটনায় শিক্ষককে বুধবার (১৩ জুলাই) গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষাকের নাম কাউছার হোসেন (২৭)
পুলিশ জানায়, ‘আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বলাই দেবনাথ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
শিশুর বাবা শরীফ হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, ‘সকালে এ লম্পট শিক্ষক প্রাইভেট পড়ানো হবে বলে ফোন করেছিল। পরে মেয়েকে তার কাছে পাঠাই। আহত অবস্থায় কাঁদতে কাঁদতে মেয়ে বাসা আসে। বিষয়টি যেনে মেয়েকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’
উপ-পরিদর্শক (এসআই) বলাই দেবনাথ চাঁদপুর টাইমসকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে। শিশুর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।’
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কাউছার হোসেন বলেন, ‘এটি ষড়যন্ত্র। আমি এ ঘটনায় জড়িত নই।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
