চাঁদপুরের হাজীগঞ্জে দুই শিশুর মধ্যে মারামারিতে শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের নাটেহারা বশির মেম্বার বাড়ীতে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। নিহত শাহাদাত ঐ বাড়ীর টিটু হোসেনের ছেলে।
নিহত শিশুর জেঠা লিটন মিয়া বলেন, আমার ভাতিজা শাহাদাতের সাথে একই বাড়ীর শিপনের ছেলে হৃদয় (৮) পাশ্ববর্তী মক্তবে পড়তে যায়। প্রতিদিনের ন্যায়ে মঙ্গলবার বিকালে মক্তব থেকে ফেরার পথে তারা কিছু একটা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে মারামারি লাগে। এতে শিশু হৃদয়ের ধাক্কায় শাহাদাত গাছের সাথে লেগে মাথায় রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
শিশু হৃদয়ের ডাকচিৎকারে আশপাশের মানুষ এসে শাহাদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে আবার ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু শাহাদাতের মৃত্যু হয়। বুধবার দুপুরে বাড়ীতে আনলে তাকে এক নজর দেখতে আশপাশের মানুষ ভিড় জমায়।
নিহত শিশু শাহাদাতের নানা আলমগীর হোসেন বলেন, শাহাদাত আগে থেকে শারীরিক অসুস্থতা ছিল। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী শাহাদাত হার্ট এটাকে মারা গেছে। তাই আমরা এ বিষয়ে কোন অভিযোগ দায়ের করিনি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নিহত শিশুর পক্ষ থেকে অভিযোগ না থাকায় শিশুটির মরদহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার পরেও আমরা একটি অপমৃত্যুর মামলা দায়ের করে রাখবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur