হাজীগঞ্জ

হাজীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে শিক্ষার্থীরা

সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।বুধবার সকালে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দাস।

সকালে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপন।

এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আকতার এ সময় উপস্থিত ছিলেন। এর পূর্বে মেয়র মাহবুব-উল আলম লিপন আল কোরআন মডেল একাডেমি নুরানী ও হাফেজি মাদরাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন।

সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন সরকারি পাইলট মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মিজানু রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া সুলতানা।

সকাল সাড়ে ১১টায় রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন বই উৎসবের উদ্বোধন করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেমসহ সকল অভিভাবক সদস্যবৃন্দ।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজু রহমান, পাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী সেলিম, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, জাকির হোসেন মিয়া।

হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যান এন্ড উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবিব অরুন।

এ ভাবে উপজেলার সকল স্কুল, মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের মধ্যে দিয়ে বই উৎসব পালিত হয়।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়

Share