Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে লকডাউন না মানায় বিভিন্ন বাজারে জরিমানা
হাজীগঞ্জে লকডাউন না মানায়

হাজীগঞ্জে লকডাউন না মানায় বিভিন্ন বাজারে জরিমানা

চাঁদপুরে চলছে লকডাউন। লকডাউনের নিয়মকানুন না মানায় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৯ এপ্রিল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখে বড়ুয়া। ওই সময় সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় উপজেলার পালিশারা বাজার, সেন্দ্রা বাজার, কাশিমপুর বাজার এবং হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ভ্রাম্যমান আদালতের পাশাপাশি হাজীগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়নস্থ রামগঞ্জ-হাজীগঞ্জ সীমান্তের ডাটরা এলাকার প্রবেশপথ বন্ধ করা হয়। ওই স্থানে ২৪ ঘন্টা পাহারার জন্য ১২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। যাতে করে দুই উপজেলার বাসিন্দারা যাতায়াত করতে না পারে।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয় , ১৯ এপ্রিল ২০২০