উপজেলা সংবাদ

রেলে কাটা পড়ে ১২ বছরের কিশোর নিহত

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট:

চাঁদপুর- লাকসাম রেল লাইনের হাজীগঞ্জস্থ ওয়ারুক গুন্টিঘরের সামনে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে।

জানা যায় শনিবার চট্রোগ্রাম থেকে চাঁদপুরের উদ্যোশে ছেড়ে আসা সাগরিকা এক্্রপ্রেস রেলের নিচে কিশোরটি পড়ে তার মাথা ও শরীর আলাদা হয়ে যায়। কিশোরটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কিশোরটি সম্ভাবত পাশের তার পেছিয়ে রেল লাইনে পড়ে যায়। এ খবর শুনে শাহরাস্তি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ থানায় নিয়ে আসে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ-2015।

Share