সড়কের পাশেই ঝুপড়িঘর স্বামী থেকেও নেই। সংসার চালাতে ৫ সন্তান নিয়ে হিমশিম খাচ্ছে। ঘরের সামনে কোদাল হাতে দাঁড়িয়ে নারী।
আরেক প্রহরীর সাথে পথে দেখা। তার চার সন্তান। সামন্য আয়ে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচা মেটানো দায় হয়ে পড়ে।
এরকম একাধিক বাড়ির সামনে গিয়ে গাড়ি থামিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানের পক্ষে খাদ্য সামগ্রীর উপহার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন পৌঁছে দিয়েছেন।
১৪ এপ্রিল রাত ৯ টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় দিনমজুর লকডাউনের থাকা বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য দ্রব্য সামগ্রীর উপহার পৌঁছে দিতে দেখা গেছে।
মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম কাজিরগাঁও, মাতৈন, রান্ধুনীমু, মকিমাবাদ, সুদিয়া গ্রামে হোম কোয়ারান্টাইনে থাকা ৩ পরিবার, ফোনে সহযোগিতা চাওয়া, তৃতীয় লিঙ্গ, প্রহরী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণির পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, দিনে মানুষকে সচেতন করা, দোকানপাট বন্ধ থাকার কাছে ব্যস্ত থাকতে হয়। রাতে নীরবে পুলিশ সুপারে পক্ষ থেকে উপহার সামগ্রী মধ্যবিত্ত ও বিভিন্ন শ্রেণির পরিবারের মাঝে তুলে দিয়েছি।
প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur