Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
যুবলীগের

হাজীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু কন্যা সফল রাস্ট্রনায়ক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসৃচি অনুযায়ী ৪ জুন শনিবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ “বঙ্গবন্ধু শেখ মুজিব” চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু,  উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. বিল্লাল হোসেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসেম, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৪ জুন ২০২২