চাঁদপুরের হাজীগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও শাহ সিমেন্টের আয়োজনে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মে দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলামের নেতৃত্বে রবিবার সকাল ১০টায় পশ্চিম বাজার বিশ^রোড থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র এএসপি(হাজীগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল হানিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাইনুদ্দিন ও অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ মিজানুর রহমান।
উপজেলা ইমারত নির্মাণ কন্ট্রাকটর সমিতির সভাপতি মীর হোসেন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের উপস্থাপনায় এবং শাহ সিমেন্টের এক্সকিউটিভ ডিস্ট্রিবিউটর মা এন্টার প্রাইজের সার্বিক তত্ত্বাবধানে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কুমিল্লা রিজিওন) আনোয়ার পারভেজ, সিনিয়র এরিয়া ম্যানেজার মো. শাহআলম, সিনিয়র মার্কেটিং অফিসার মো. সুমন, শাহ সিমেন্টের এক্সকিউটিভ ডিস্ট্রিবিউটর মা এন্টার প্রাইজের স্বত্তাধিকারী মো. সোহাগ মুন্সী, উপজেলা ইমারত নির্মাণ কন্ট্রাকটর সমিতির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি নাছিম উদ্দিন, দপ্তর সম্পাদক বিএম কাদের, প্রচার সম্পাদক উথান কাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জুয়েল, কাজী মারুফ হোসেন, অনিক ও সৌরভ ওয়াজেদ তাজসহ ইমারত নির্মাণ কন্ট্রাকটর সমিতি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]
আপডেট ১০:১১ পিএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ