হাজীগঞ্জ

হাজীগঞ্জে মৃতব্যক্তির জন্য বাঁশ কাটতে গিয়ে আরেক ব্যক্তির মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে এলাকায় নানার জন্যে দাফনের বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা উত্তরপাড়া খাঁন বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার বিবরণীতে জানা গেছে, বুধবার বিকেলে ধেররা খাঁন বাড়ির ধেররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুস্তম খাঁন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)

মরহুম দাফনের জন্য বাঁশ কাটতে গেলে একই বাড়ির মমিন খাঁনের (মনু) ছেলে মোঃ জামাল খাঁনকে সন্ধ্যা ৭ টার সময় সাপে ছোবল দেয়।

সাপে কামড়ে মৃত জামাল খাঁনের পিতা মমিন খাঁন বলেন, বুধবার বিকেলে আমাদের বাড়ীর মুরব্বী অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খান বার্ধক্যজনিত কারণে মারা যান। রাতে তার দাফন কাজ চলছিলো। এজন্যে বাড়ীর কবরস্থানে বাঁশ কাটতে যায় আমার ছেলে জামাল খাঁন। তখনই জামালকে সাপে কামড়ে দেয়।

তিনি আরো জানান, প্রথমে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব-উল-আলম লিপন ও প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ঘটনাস্থল ছুটে জান। তারা মৃত জামাল খাঁনের পরিবারকে সমবেদনা জানান।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১০ সেপেটম্বর ২০২০

Share