হাজীগঞ্জে মাহফিল শেষে মাইকের তার খুলতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মাহফিল শেষে মাইকের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাকির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুহিলপুর পশ্চিম পাড়া কাজী বাড়ি ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। জাকির একই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত প্রায় ২টার দিকে মাহফিল শেষে মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ৪ মার্চ ২০২৩

Share