হাজীগঞ্জে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আলীগঞ্জ পিটিআই পরিক্ষন মাঠে রবিবার রাতে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ – শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, পৌর কাউন্সিল ও প্যানেল মেয়র আজাদ মজুমদার, পৌর কাউন্সিল মনির হোসেন কাজী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর ৯নং আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল।
হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাত সিফাতের সঞ্চালনায় মেলার উদ্বোধনী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
মেলাটি আগামী একমাস ব্যাপী চলবে। প্রায় ৫৫ টি বিভিন্ন রকমারি দোকানের পন্যসামগ্রি নিয়ে মেলাটি সাজানো হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩০ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur