উপজেলা সংবাদ

হাজীগঞ্জে মাদক ও জুয়ার অপরাধে ৭ জনকে কারাদণ্ড

জহিরুল ইসলাম জয়:
হাজীগঞ্জে মাদক ও জুয়া খেলার অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রধান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম।
(২১ আগস্ট) হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে শনিবার উপজেলা নির্বাহী কমকর্তার কার্যালয়ে আটকৃতদের হাজির করলে, তাদের অপরাধ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রধান করেন।
এদের মধ্যে মাদকের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনে ৬ মাসের সাজা দেওয়া হয় । এরা হলেন পৌর এলাকার বলাখালের মূত আ. মান্নানের ছেলে শফিকুল ইসলাম সফু সিকদার, উপজেলার ১ নং রাজারগাও ইউনিয়নের নাসির র্কোট এলাকার মূত ওয়াব আলীর ছেলে আলমগীর হোসেন মিজি,২ নং বাকিলা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে আল-আমিন ও মূত ইদ্রিস মিয়ার ছেলে শাহগাজী পট্রি। মাদক সেবনের দায়ে খাজা আহম্মেদকে ১৫ দিনের সাজা দেওয়া হয়।
এছাড়া জুয়া খেলার অপরাধে উপজেলার ভাখরপুর গ্রামের মূত বধিউজ্জামানের ছেলে জাকির হোসেন ও পৌর এলাকার টোরাগল গ্রামের আলাউদ্দীনের ছেলে সৈকত এ দুই জনকে ৭ দিনের জেল দেওয়া হয়।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।

Share