চাঁদপুর জেলায় মাদকাসক্ত ঘটনার মধ্যে একের পর এক ভয়ংকর ঘটনা ঘটছে হাজীগঞ্জ উপজেলায়।
২৯ মার্চ সোমবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামে এক মাদকাসক্ত যুবক নিজ ঘরে আগুন লাগিয়ে নতুন ঘটনার জন্ম দেন।
জানা যায়, গ্রামের লতিফ সর্দার বাড়ির কামাল হোসেনের ছেলে মো. হাছান মাদকের টাকার জন্য নিজ ঘরের আসবাস পত্র তচনচ করে আগুন লাগিয়ে দেয়। বাড়ির লোকজন আগুনের দৃশ্য দেখে ঘরের ভিতরে প্রবেশ করতে চাইলে মাদকাসক্ত হাছান দরজা বন্ধ করে দেয়।
পরে দরজা ভেঙ্গে লোকজন আগুন নিবানোর চেষ্টা করলে তাদের পেছন দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ সময়ের মধ্যে ঘরের লেপ তোষকসহ বিভিন্ন আসবাসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন মাদকাসক্ত যুবক হাছানকে আটক করে থানায় নিয়ে যায়।
মাদকাসক্ত ছেলের মা খোদেজা বেগম বলেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্রে থাকে। ছোট দুই মেয়ের পাশাপাশি এখন পর্যন্ত এই ছেলের দৈনিক খরচ চালিয়ে যেতে হয়। প্রায় সময় টাকা না পেলে ঘরের জিনিসপত্র ভেঙ্গে পেলে।
ঘটনার দিন আমি কাজে বাহিরে থাকায় ছেলে মাদকের টাকার জন্য সব তছনছ করে এক পর্যায়ে পাগলের মত ঘরে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ছেলেটিকে পরিবার ও এলাকার জনপ্রতিনিধি মিলে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেন।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৩০ মার্চ ২০২১